Saturday, December 31, 2011

মোবাইল বৃত্তান্ত - ২ (রম্য)

মোবাইলে লইয়া মাহবুব আলী এবং তাহার বন্ধুদের নানাবিধ কাহিনীর ২য় পর্ব।



মাহবুব আলীর আরেক বন্ধু শমশের। অতিশয় মেধাবী ছাত্র শমসের মোবাইল ক্রয় করিল এবং সবাই কে তাহার নাম্বার প্রদান করিল। তাহার অবশ্য কোন প্রকার নারীভীতি ছিল না ইয়াজের ন্যায়। ছিল নারীপ্রীতি। কিন্তুক হায় তাহার মোবাইলে তো কোন লাস্যময়ী তরুনির ফোন আসিল না।ফোন তো দুরের কথা একটা এস এম এস ও না। যদিও সে দাবী করিত লেডিস হোস্টেলে তার ব্যাপক জনপ্রিওতার কথা।আমরা অবশ্য কখনো তাহার কোন প্রমান পাইলাম না।



সেই শমশেরের মোবাইলেও একদিন গভীর রাতে ফোন আসিল, বলাই বাহুল্য কোন তরুনির নহে-----



শমসের ফোন ধরিতেই সুনিতে পাইলে, চাপা স্বরে কে যেন বলিতেছে,

"ওই কাল্লু,তোরে না কইসিলাম মাল পাইয়া ফোন দিতে?? দেস নাই ক্যা ??"



শমসের রং নাম্বার বলিয়া ফোন রাখিয়া দিল। কিছুক্ষন পর আবার ফোন, "কিরে কাল্লু?? ফোন কাইটটা দেস ক্যা?? কোন ঝামেলা ঝুমেলা হইসে নি??"

ধরিবাজ শমসের এর ঘুম ততক্ষনে টুটিয়া গিয়াছে এবং ঘিলু পুরাদমে কাজ করা শুরু করিয়াছে,বলিল," বস একটু মাইঙ্কা চিপার মধ্যে আসি পড়ে ফোন দেন।" বলিয়া লাইন কাটিয়া দিল।



পরদিন শমসের যখন মাহবুব আলীকে এই কাহিনী বলিল তখন মাহবুব আলী এবং বন্ধুবর্গ শমসের এর এই কথা "ফাপর মারিস না হালা " বলিয়া উড়াইয়া দিল।"



তারপরদিন বৈকালে শমশেরের রুমে সবাই যখন তাস পিটাইতে ব্যাস্ত ঠিক তখনই শমশেরের মোবাইল বাজিয়া উঠিল, শমসের তখন লাউড স্পিকার দিয়া সবাইকে তাহার কথোপকথন স্রবন করাইল।



কাল্লু বচ সেলামালিকুম :

আজকে তো বচ চালান নিয়া আইতাছি

আপনে থাইকেন বচ জায়গামত।



শমসের বলিল, তোর নামডা জানি কি??"



বলিল, "আরে বচ আপনে আমারে চিনেন নাই?? আমি মোসলেম, আপনের লগে বইয়া কত গাঞ্জা গুঞ্জা টানলাম।"



শমসের বলিল,"ও ও ও আইচ্চা তুই?? কিমুন আসস?? তগ না কাইল্কা আওনের কথা আসিল??"



বলিল," বচ কাইল্কা তো একটু পব্লেম আছিল। আপ্নেরে ফোন দিসিলাম। ফোন যায় নাই ।



শমসের বলিল, "আইচ্চা আইচ্চা বুজচ্চি। জায়গা মত আয়া ফোন দিস, সাবধানে থাকিস।"

লাইন কেটে দিল।

সবাই বেকুব বনিয়া গেলাম এবং শমসের কে বলিলাম, "তুই হালা বিপদে পরবি , কস না কেন রং নাম্বার?"

হে হে করিয়া শমশের এক গাল হাসিল। তাহার সাহস দেখিয়া আমরা বিস্মিত হইলাম।



রাত ১০ টার দিকে ফোন আসিল, "বচ আপনে কই?? আমরা তো আয়া পরছি ।একটু সমস্যা হয়া গেছে বচ।পুলিশ ঘুর ঘুর করতাছে আশে পাশে জলদি আহেন বচ।"



শমসের বলিল," আরে বেটা, এত ভয় পাছ ক্যা?? আমি তো আছি। তোরা থাক জায়গা মতো।"



২০ মিন পর আবার ফোন, " বচ পুলিশ তো বিল্ডিং এর ছাদে উঠতাসে কি করুম ?? চালান ফালায়া দিমু??



শমশের বলিল," মাতা মুতা নষ্ট অইয়া গেছে নি তগো?? এত টেকার চালান ফালায়া দিবি মানে?? টাইট হয়া বইয়া থাক। আমি বেবস্থা করতাছি।"



এই বলিয়া শমসের মোবাইল খানা বন্ধ করিয়া দিল।



পরদিন ফোন খুলিবার সাথে সাথে শমশেরের মোবাইলে ফোন আসিল,



তুই কাল্লু??



হ, আমি কাল্লু।।



শালার পুত তাইলে আমি কেডা???



তোর লিগা কাইল্কা আমার দুই ডা লোক পুলিশে ধরসে, সাথে ৫লাখ টাকার মাল

হারামজাদা তুই কই ???

ঠিকানা ক

তোর লাশ যদি আমি না ফালাইসি হারামজাদা

--------------------- ব্লা ব্লা ব্লা----------------



মোবাইল বনধ করিয়া শমসের মাহবুব আলীকে বলিল , ' চল দোস্ত সিম পালটাইয়া আসি









লিখেছেনঃ শুভ

গল্পটি সরাসরি ফেইসবুকে শেয়ার করুন এখানে

0 comments:

Post a Comment

এই লেখাটি ফেইসবুকে শেয়ার করতে ফেইসবুক আইকনে/বাটনে ক্লিক করুন।
মন্তব্য করার ক্ষেত্রে বন্ধুসুলভ আচরণের অনুরোধ রইলো।

 
Design by Amader Design