কয়েকজন তরুণ-তরুণী কীভাবে কঠিন সব বাঁধার মুখোমুখি হয়েও স্বাধীনতার চেতনায় নিজেদের লক্ষ্যকে অর্জন করেছে, এমনই এক কাহিনীর সমাবেশ "অরুণোদয়ের তরুণ দল" । গত ২৯ ডিসেম্বর রাত নয়টায় বেসরকারি টিভি চ্যানেল এনটিভিতে প্রদর্শিত হয় মুক্তিযুদ্ধের চেতনা জাগরণের অনন্য এই টেলিফিল্ম "অরুণোদয়ের তরুণ দল"।
এয়ারটেল নিবেদিত এই টেলিফিল্মটি রচনা করেন সামির আহমেদ, আর পরিচালনায় সামির আহমেদ।
এয়ারটেল নিবেদিত এই টেলিফিল্মটি রচনা করেন সামির আহমেদ, আর পরিচালনায় সামির আহমেদ।





8:11 AM
Admin
Posted in:
0 comments:
Post a Comment
এই লেখাটি ফেইসবুকে শেয়ার করতে ফেইসবুক আইকনে/বাটনে ক্লিক করুন।
মন্তব্য করার ক্ষেত্রে বন্ধুসুলভ আচরণের অনুরোধ রইলো।