Friday, December 16, 2011

বিজয় শঙ্খধ্বনি (Villanelle)

কেমন সেই ভালবাসা? আমি নিজেকে শুধাই পলে অনুপলে।
মনের ভেতর একাকী দহনে গুমরে মরি; আমি অসহায় ওরে!
কে আছ আমায় শিখিয়ে দিয়ে যাও, দেশপ্রেম কাকে বলে?

শঙ্খবীণ কে বাজায় বিজয়ের ক্ষণে, অশ্রুসিক্ত করতলে?
ভালবেসে! নিজেকে আড়াল করে, লোকালয় থেকে বহুদূরে!
কেমন সেই ভালবাসা? আমি নিজেকে শুধাই পলে অনুপলে।

ঝাপসা চোখে সে দেখে, দেশের মাটি যেন কার পদতলে;
ছিন্নভিন্ন! অবনত মুখে সে চলে যায়, লোকালয় থেকে ঘুরে!
কে আছ আমায় শিখিয়ে দিয়ে যাও, দেশপ্রেম কাকে বলে?

ইতিহাস হয়ে গেছে বোবা! কোন সেই অদৃশ্য ক্ষমতাবলে?
প্রতিবাদ! কে আর করবে? কে আসবে আজ আর ফিরে?
কেমন সেই ভালবাসা? আমি নিজেকে শুধাই পলে অনুপলে।

দেশের সাথে প্রবঞ্চনা যারা সর্বদা করে চলেছে দলে দলে-
সেই লোকটা! ভাবছে; তাকে দুঃস্বপ্ন কেন রয়েছে ঘিরে?
কে আছ আমায় শিখিয়ে দিয়ে যাও, দেশপ্রেম কাকে বলে?

অরাজকতা, হত্যা, ধর্ষণ আর সব অনিয়মের গ্যাড়াকলে-
দেশের মায়া থেকে আমরা কেন যাচ্ছি দূরে সরে চিরতরে?
কেমন সেই ভালবাসা? আমি নিজেকে শুধাই পলে অনুপলে।
কে আছ আমায় শিখিয়ে দিয়ে যাও, দেশপ্রেম কাকে বলে?

লিখেছেনঃ জায়েদ বিন জাকির (শাওন)

0 comments:

Post a Comment

এই লেখাটি ফেইসবুকে শেয়ার করতে ফেইসবুক আইকনে/বাটনে ক্লিক করুন।
মন্তব্য করার ক্ষেত্রে বন্ধুসুলভ আচরণের অনুরোধ রইলো।

 
Design by Amader Design