এক শৌখিন জ্যোতির্বিদ গ্রামে বেড়াতে গেছেন। রাতে ধানখেতের ধারে তেপায়ার ওপর টেলিস্কোপটা বসিয়ে আকাশ পর্যবেক্ষণ করছেন। তাঁকে ঘিরে দাঁ...ড়িয়ে আছে বেশ কয়েকজন
উৎসুক গ্রামবাসী। গ্রামবাসীরাও আকাশের দিকে তাকিয়ে আছে। জ্যোতির্বিদ টেলিস্কোপে চোখ
রেখে দেখছেন, এমন সময় একটা তারা খসে পড়ল।
সঙ্গে সঙ্গে বিপুল করতালি গ্রামবাসীর, ‘নিশানাটা দেখছ, কেমনে গুল্লিটা করল?
উৎসুক গ্রামবাসী। গ্রামবাসীরাও আকাশের দিকে তাকিয়ে আছে। জ্যোতির্বিদ টেলিস্কোপে চোখ
রেখে দেখছেন, এমন সময় একটা তারা খসে পড়ল।
সঙ্গে সঙ্গে বিপুল করতালি গ্রামবাসীর, ‘নিশানাটা দেখছ, কেমনে গুল্লিটা করল?





12:04 AM
Admin
Posted in:
0 comments:
Post a Comment
এই লেখাটি ফেইসবুকে শেয়ার করতে ফেইসবুক আইকনে/বাটনে ক্লিক করুন।
মন্তব্য করার ক্ষেত্রে বন্ধুসুলভ আচরণের অনুরোধ রইলো।