Friday, December 16, 2011

আপনার একখান ফেইসবুক লাইক পেজ থাকা যে কারণে জরুরী ...

আপনার কি ১ খানা facebook প্রোফাইল আছে?? আপনি কি নিয়মিত স্ট্যাটাস দেন?? ফটো upload দেন?? তাহলে আপনার আজ ই দরকার ১ খানা লাইক পেজ!! কেন??? তাহলে আসুন আমাদের গো+এষনা শুরু করে দেই।

হিসাবঃ

আপানার বন্ধু সংখ্যা কত?? ১৫০০-২০০০ এর উপর হলে পড়ার দরকার নাই। কিন্তু যদি কম হয় (১৪৯৯ হলেও!!) তাহলে পড়তে থাকেন!! আপনি এ জীবনে এখন পর্যন্ত মোট কতগুলো স্ট্যাটাস দিসেন?? তাতে মোট কত গুলো কমেন্ট পরছে?? হিসাব করতে থাকেন!! ধরি, আপনার ফ্রেন্ড সংখ্যা ৪০০। পার স্ট্যাটাস এ আপনি ৩-৪ টা কমেন্ট পান, বেশি হইলে (যেমন ধরেন কোনও খুশির সংবাদ বা দুঃখের সংবাদ দিছেন, তহন একটু বেশি কমেন্ট পরে!!!) ৭-৮ টা । লাইক পান ৭-৮ টা বা ১০-১২ টা। এই পরিমান লাইক ও কমেন্ট পেতে আপনাকে ১-১.৫ দিন ওয়েট করতে হয়?? আপনার অবশ্যই ১ টা লাইক পেজ দরকার!!

আবার ধরেন, আপনি কারও ফ্রেন্ড হতে চান। ১ জনকে ৩-৪ বার ফ্রেন্ড request পাঠান, তার সাথে ১ খান আবেগঘন massage ও পাঠান (আমি অমুকের আপন নানাত ভাই, অমুকে আমার খালুর ছোট বেলার বন্ধু, তমুকে আমার ধর্মের ভাই ইত্যাদি ইত্যাদি, দয়া করিয়া আমার request খানা accept করেন!!) আর বার বার উপেক্ষিত হন। আপনার তখন মনে হয় এ জীবন মূল্যহীন!! নিজেকে কেমন যেন অসহায় মনে হয়। আপনারও ১ খানা লাইক পেজ দরকার!!!!

আবার ধরেন, আপনি কোনও তারকা/লেখক ইত্যাদি না। আপনার কমেন্ট/নোট অন্যের কাছে মুল্লহীন!!! আপনি চান আপনার লেখা সবাই পড়ুক!! আপনার ও লাইক পেজ থাকা জরুরি!!



লাইক পেজ কি??

লাইক পেজ এমন ১ টা জিনিস, যেটা এই দূরমুল্লের বাজারেও একদম ফ্রী!! এটা কেনা লাগে না। কারো কাছ থেকে ধার ও করতে হয় না, এমন কি কাউকে বলার ও দরকার নাই যে আপনার ১ টা লাইক পেজ লাগবে!!!। আলাউদ্দিন এর চেরাগ ঘষা দিলে যেমন যা খুশি তাই পাওয়া যায়, তেমনি facebook এর নিচে ডান কোনায় ঘষা দিলেই এই জিনিস এর সন্ধান পাওয়া যাইবে!!! আপনার কাজ এই জিনিসকে মনের মত বানিয়ে নেয়া! তবে সাবধান, অশালীন কোনও কিছু allowed না। পছন্দ মতন ১ খান নাম দিয়া (যেমন ধরেন "আইজকা সকালে ভাত খাই নাই, কুড়া খাইছি!!" বা "লেহা-পড়া, আই লাভ ইউ" ইত্যাদি ইত্যাদি) ফেসবুক এর কথা মত রাজি হয়ে আজ ই হয়ে যান ১ টা লাইক পেজ এর গর্বিত মালিক!



২ টা মিনিট যেতে না যেতেই দেখবেন ১০ টা লাইক, ৫ টা কমেন্ট!! (পাঙ্খারা সব অবাক হয়ে যাবে- এডমিন ও toilet যায়!) খুশিতে আবার হার্টফেল কইরেন না!

সবে তো খুললেন, এখন আপনার পেজটার পাঙ্খা (ফ্যান) লাগবে না?? তাহলে শুরু করে দিন পাঙ্খা তৈরির কাজ (এইটা ক্যামনে করে, বলা যাইব না!!!!!) ধরেন পাঙ্খা ২০০০ হয়ে গেল। ব্যাস, শুরু হয়ে যাবে কারিশমা!! আপনি খালি লেখবেন- "এই মাত্র toilet থেকে বের হলাম।" ২ টা মিনিট যেতে না যেতেই দেখবেন ১০ টা লাইক, ৫ টা কমেন্ট!! (পাঙ্খারা সব অবাক হয়ে যাবে- এডমিন ও toilet যায়!) খুশিতে আবার হার্টফেল কইরেন না। সামনে আরো খুশির খবর আছে!! ৩০ মিনিট পর তো চোখ ই উল্টে যাবে, ৪০ লাইক আর ২৫ কমেন্ট (তার উপর আবার যদি যেকোনো ২ জন পাঙ্খার মধ্যে বাজাবাজি লাগতে পারে, তাইলে আর কমেন্ট এর কোনও কূলকিনারা পাইবেন না!!) এর মধ্যে আবার কত কৌতূহল সম্পন্ন প্রশ্ন!!! (যেমন ধরেন- এডমিন tolet এ কেন গেছিলেন?? আপনি প্রতিদিন কয়বার toilet এ যান?? toilet এ বসে গান গেয়েছিলেন?? কোন গানটা?? কেন গেয়েছিলেন?? গানটা কাকে উৎসর্গ করেছেন?? ইত্যাদি ইত্যাদি)



আবার ধরেন লিখলেন, “চলে আমার সাইকেল, হাওয়ার বেগে উইররা উইররা”। এমন ভাবে লাইক/কমেন্ট পড়া শুরু করবে, আপনার মনে হবে, এই চরণ ২ টা আপনার ই লেখা!! আবার ধরেন, ১ টা বস্তাপচা কমন এর কমন ফটো আপলোড দিলেন, ব্যাস কিইইই সব সুন্দর সুন্দর কমেন্ট- nice, wonderful, lovely picture, আরও কত কি!!!!!! আপনি ৭ দিনে ১৪ টা স্ট্যাটাস দিয়ে যে পরিমান লাইক আর কমেন্ট পাবেন(+ সবাই আবার আপনারে এডমিন এডমিন বলে ডাকবে, ভাব ই আলাদা!!!) সারা জীবন বসেও fb প্রোফাইল এ অত গুল কমেন্ট পাবেন না, ইনশাআল্লাহ্‌।

(একটু বেশি বইলা ফালাইলাম আর কি!!!!!)

অতএব, সময় হয়েছে সিদ্ধান্ত গ্রহনের, আপনার কি ১ টা লাইক পেজ থাকা উচিৎ না কি না???

(বিশেষ দ্রষ্টব্যঃ এই লেখা পরে যদি কেউ লাইক পেজ খোলার ব্যাপারে আগ্রহী হয়ে লাইক পেজ খুলেই ফেলেন এবং এ জন্য আপনাকে "বাসা থেকে বাঁশ খেতে হয় + আপনার পড়া-লেখায় ক্ষতি হয় + কম্পিউটার ছেড়ে কোথাও যান না বলে বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী সবাই আপনাকে ১ঘরে করে ফেলে + সবাই আপনাকে হাফ-পাগল ভাবা শুরু করে", তাহলে এর জন্য আমি বা রংমহলের কেউ গুনাক্ষরেও দায়ী নই!!!!!)

0 comments:

Post a Comment

এই লেখাটি ফেইসবুকে শেয়ার করতে ফেইসবুক আইকনে/বাটনে ক্লিক করুন।
মন্তব্য করার ক্ষেত্রে বন্ধুসুলভ আচরণের অনুরোধ রইলো।

 
Design by Amader Design